নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা নিয়ে আরও একবার সাধারন মানুষকে সচেতন করতে পথে নামল মালদহ পুলিশ। মানুষের পাশে থাকতে গিয়ে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মালদহে হরিশ্চন্দ্রপুর থানার দুই পুলিশ কর্মী এবং একজন সিভিক ভলান্টিয়ার । মঙ্গলবার তাঁদের রিপোর্ট পজিটিভ আসে।
আর তারপরই বুধবার মানুষকে সচেতন করতে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পথে নামল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্তারা বিভিন্ন এলাকাতে এদিন সারাদিন ব্যাপী সচেতনতা মূলক প্রচার চালান। মানুষকে তারা বারবার অনুরোধ করেন, মানুষ যাতে মাস্ক পরে বাইরে বেরোন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বাস – যন্ত্রণা বহাল বুধবারেও
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ‘হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন প্রান্তে এখনও এক, দুজন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। আমাদের দুজন পুলিশ এবং একজন সিভিক ভলান্টিয়ার করোনা আক্রান্ত হয়েছেন। এরকম পরিস্থিতিতে মানুষ যাতে কোনো ভাবেই মাস্ক ছাড়া বাইরে না বেরোন, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। কিন্তু তার পরেও মানুষ না শুনলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584