নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মাস্ক নিয়ে কড়াকড়ি মালদহ পুলিশের। মুখে মাস্ক না থাকলেই গ্রেফতার করার কাজ শুরু হয়েছে ইংরেজবাজার এলাকা জুড়ে। মালদহে করোনায় আক্রান্ত প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। মানুষকে বহুবার সচেতনতার বার্তা দিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ।
সেই কারণে লকডাউন পরিস্থিতিতে শুক্রবার স্পেশাল অভিযানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। মুখে মাস্ক না থাকলেই গ্রেফতার করা হচ্ছে।
আরও পড়ুনঃ দুঃস্থদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার
মালদহ প্রশাসনিক ভবন চত্বর এবং আদালত চত্বরে অভিযান চালায় পুলিশ। এই অভিযান এখন চলবে বলে পুলিশ জানিয়েছে। এদিন কুড়ি জনকে আটক করেছে পুলিশ প্রশাসন। গত কয়েকদিনে জেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
তবুও ভিড় কমেনি বাজারে। অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করছেননা। তাই স্পেশাল অভিযান শুরু করেছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584