নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গত ছয়মাস ধরে বেতন না পেয়ে বৃহস্পতিবার থালা বাটি নিয়ে টোল অফিসের সামনে অবরোধ বিক্ষোভ শুরু করলেন মালদহের ১৮ মাইল টোল প্লাজার কর্মীরা। সারাদিন ধরে এই বিক্ষোভ চলছে। এই টোল কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে শাসক দলের শ্রমিক সংগঠনও।
টোল কর্মীদের দাবি, বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও বকেয়া বেতনের কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ এই অবস্থান বিক্ষোভে বসতে হয়েছে। এছাড়াও তাদের আরও ১৬ দফা বিভিন্ন দাবি রয়েছে।
আরও পড়ুনঃ চিনা পণ্যকে ক্লিয়ারেন্স দেওয়া বন্ধের নির্দেশ শুল্ক দফতরের
এদিন সকাল থেকে টোল অফিসের গেট বন্ধ করে শ্রমিকরা থালা বাটি হাতে নিয়ে আন্দোলন শুরু করেন। এই অবস্থান-বিক্ষোভের নেতৃত্ব দেন আইএনটিটিইউসি কালিয়াচক তিন নম্বর ব্লকের সভাপতি মহম্মদ সমাউন রেজা। উপস্থিত ছিলেন ফেডারেশন অফ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল সরকারও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584