পরীক্ষা উত্তীর্ণ হয়ে মালদহের ল্যাংড়া গেল লন্ডন

0
106

হরষিত সিং,মালদহঃ

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অবশেষে সমস্ত পরীক্ষায় উর্ত্তীণ হয়ে মালদার ল্যাংড়া পাড়ি দিল সুদূর লন্ডনে। ভারত সরকারের কৃষি মন্ত্রকের কাছে ছাড়পত্র পেয়ে কলকাতার এক সংস্থার হাত ধরে রবিবার বিমানে করে উড়ে গেল মালদার আম। শনিবার সমস্ত রকম পরীক্ষা শেষে জেলা প্রশাসনের আধিকারিকদের সামনে প্যাকেট বন্দি করা হয় আম। মুখ্যমন্ত্রীর আশ্বাস অবশেষে সফল হয়ে আম রপ্তানি শুরু হওয়ায় খুশি জেলার ব্যবসায়ি মহল থেকে আম চাষীরা।

ছবিঃঅভিষেক দাস

মালদা জেলা প্রশাসন ও জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রথম দফায় বারোশো কেজি ল্যাংড়া আম যাচ্ছে বিদেশে। বিদেশের বাজার ধরতে সেরা ল্যাংড়া আম বাছাই করে দিয়েছে রাজ্য উদ্যানপালন দপ্তর। সম্পূর্ণ আম কিটনাশক মুক্ত। দ্বিতীয় দফায় বিদেশের বাজারে মালদার ফজলি ও আম্রপল্লী রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাতে রপ্তানির জন্য আম প্যাকেট বন্দি করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্তারা। তাঁরা কাজের তদারকি করেন।

ছবিঃঅভিষেক দাস

জানা গিয়েছে এর আগেও মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু গুণমানের প্রশ্নে আপত্তি তুলে মালদার আম বাতিল করে ইউরোপিয়ান দেশ গুলি। তবে এবার সেই পথ মসৃণ হয়েছে। লন্ডনের বাজারে চাহিদার সঙ্গে ভাল দামে বিক্রি হবে মালদার আম আশাবাদী সকলে। তবে এখন আপেক্ষা শুধু লন্ডনের বাজার মাতানোর।
 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here