আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পুরুষ নার্স নিয়োগ

0
163

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

male and female nurse vacancy in hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এখন আর শুধু মহিলা নার্স নয়। এবার রোগীদের সেবা শুশ্রূষা করতে দেখা যাবে পুরুষ নার্সদেরও। অবাক হচ্ছেন তো? হ্যাঁ এখন এটাই বাস্তব।

কর্মরত পুরুষ নার্স।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই প্রথম কাজে যোগ দিলেন পুরুষ নার্সরা। ইতিমধ্যে সাত জন পুরুষ নার্স কাজে যোগ দিয়েছেন। আলিপুরদুয়ার জেলায় এই প্রথম মহিলা নার্সের পাশাপাশি পুরুষ নার্সকে নিযুক্ত করলো স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মোট ৭ জন পুরুষ নার্সকে কর্মরত অবস্থায় দেখা যায়।

male and female nurse vacancy in hospital | newsfront.co
নিজস্ব চিত্র

যেসমস্ত পুরুষ নার্স আলিপুরদুয়ারে নিযুক্ত হয়েছে তারা বেশির ভাগই ভিন রাজ্য থেকে আসা। চিকিৎসা ক্ষেত্রে এতদিন শুধু মহিলাদেরকে কাজ করতে দেখেছেন সাধারন মানুষ এখন পুরুষ নার্সের কাজ আরো চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দফতর।

ডাঃ চন্ময় বর্মণ,সুপার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চন্ময় বর্মন বলেন, “আমাদের কাছে পুরুষ নার্সের জন্য ১৭ জন এর পদ রয়েছে তার মধ্যে ৭জন ইতিমধ্যেই নিযুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ জেলা হাসপাতাল চত্ত্বরে পাঁচ টাকায় খাবার ব্যবস্থা

আমার বেশির ভাগ ক্ষেত্রে পুরুষ নার্সকে ইমার্জেন্সী, পুরুষ বিভাগ, অপারেশন থিয়েটার,ক্রিটিকাল ওয়ার্ডে কাজে নিযুক্ত করেছি এবং সেখানে তাদের কাছথেকে যথেষ্ট সেবা পাচ্ছি। এরা প্রত্যেকেই নার্সিং ট্রেনিং নেওয়া আছে।”

অন্যদিকে নব নিযুক্ত পুরুষ নার্স মহম্মদ আবুহোসেন বলেন, “আমাদের খুবই ভালো লাগছে। আগে শুধু মহিলা নার্স ছিল এখন পুরুষ রোগীরা তাদের মনের কথা ব্যাক্ত করতে পারবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here