আলিপুরদুয়ারে পুরুষ স্বাস্থ্য কর্মীদের আমরণ অনশন

0
34

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনা আবহে আলিপুরদুয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে আমরণ অনশনে বহুমুখী পুরুষ স্বাস্থ্য কর্মীরা। আজ পঞ্চম দিনে পড়লো তাদের আমরণ অনশন। প্রশিক্ষন,বেতন বৃদ্ধি ও কন্ট্রাক্টুয়াল কর্মীদের রেগুলার করার দাবিতে তাদের এই আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে।

health worker | newsfront.co
আমরণ অনশন ৷ নিজস্ব চিত্র

ইতিমধ্যে ৩ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছে ৷ তাদের মধ্যে ১ জনকে জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য দফতর থেকে, কিন্তু দাবি না মানা পর্যন্ত অনশন মঞ্চ ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তিনি । যদিও ডেপুটি সিএমওএইচ ডাঃ সুবর্ণ গোস্বামী করোনা পরিস্থিতিতে আগেই তাদের আন্দোলন প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছিলেন ।

তাদের দাবি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।আলিপুরদুয়ার জেলায় বহুমুখী পুরুষ স্বাস্থ্য কর্মী ৭২ জন রয়েছেন।তাদের অভিযোগ, কোন রকম প্রশিক্ষণ ছাড়াই করোনা মোকাবিলায় তাদের নামতে হয়েছে।

আরও পড়ুনঃ শালবনীতে হাতির তান্ডবে তছনছ ৬ বাড়ি

এমনকি লালারস সংগ্রহ করার মতো ঝুঁকিপূর্ণ কাজও তাদের করতে হচ্ছে বিনা প্রশিক্ষণে । এনাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই করোনাতে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ।

এমনিতেই জেলায় সংক্রমণের হার বাড়ছে দ্রুত, তারমধ্যে ৭২ জন স্বাস্থ্য কর্মী আন্দোলনে নামায় স্বাস্থ্য ব্যবস্থা প্রবল সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জেলায় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here