কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রামের মালিহাটী পূর্ব পাড়ার দূর্গা পূজা কমিটির এবছরের দূর্গা পূজার ভাবনা দুয়ারে সরকার। দুয়ারে সরকারের আদলে মণ্ডপ সাজানো হয়েছে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর জন্য।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ সাড়া ফেলেছে আর সেই দুয়ারে সরকার প্রকল্প এবার দুর্গা পূজোর থিম মালিহাটী পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির।
মালিহাটী পূর্ব পাড়া দুর্গা পূজা কমিটির সদস্যরা জানিয়েছেন, দুয়ারে সরকারের অধীনে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে তাতে ব্যাপকভাবে উপকৃত হয়েছে রাজ্যবাসী তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর জন্য তারা পূজামণ্ডপ দুয়ারে সরকারের আদলে বানিয়েছেন।
আরও পড়ুনঃ মহিলা পুরোহিতের পর ৬৬ পল্লীর পুজোয় এবার মহিলা ঢাকি, ঢাক বাজালেন অপরাজিতা
দুয়ারে সরকারের এই দুর্গাপুজোয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রুপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সর্বোপরি লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে কাজ করেছে দুয়ারে সরকারের কর্মীরা তাই তুলে ধরছে মালিহাটী পূর্বপাড়া পূজা কমিটির সদস্যরা তাদের পূজার মাধ্যমে। গ্রামের শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে দুয়ারের সরকার থিম বানিয়েছেন গ্রামের দুর্গা পুজোর জন্য। সব মিলিয়ে দুয়ারের সরকারের থিম নিয়ে দুর্গাপুজো জমে উঠেছে মালিহাটি গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584