মেদিনীপুরে মল্লার মিউজিক কলেজের বার্ষিক অনুষ্ঠান

0
160

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলের দর্শকরা।মেদিনীপুর শহরের অগ্রণী সাংস্কৃতিক প্রতিষ্ঠান মল্লার মিউজিক কলেজের ৪০তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃহস্পতিবার শহরের প্রদ‍্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা পরিচালক অলকানন্দা রায়।

music college annual program 5
প্রখ‍্যাত নৃত্যশিল্পী অলকানন্দা রায়। নিজস্ব চিত্র

তাঁকে এদিন মল্লারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়।সবাইকে স্বাগত জানান সংস্থার সম্পাদক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশিষ সরকার।উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, সর্বভারতীয় যুব আন্দোলনের প্রাক্তন নেতা তাপস সিনহা, মল্লারের সভাপতি ডাঃ টি কে বেপারী প্রমুখ। নৃত্য ,সঙ্গীত, আবৃত্তি,ছড়ার গান,গীতিনাট‍্যের মধ‍্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মল্লারের কলাকুশলীরা।

music college annual program 2
নিজস্ব চিত্র

নন্দিতা সরকারের পরিচালনায় ও দেবপ্রিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত গোটা অনুষ্ঠানের সবকটি নৃত্য উপস্থাপন ছিল হৃদয়গ্রাহী। একঝাঁক শিল্পীর পরিবেশনায় ‘বলো বলো বলো সবে’ছিল এদিনের উদ্বোধনী সঙ্গীত। রবীন্দ্র নৃত্য , নজরুল নৃত্য, গুজরাটী লোকনৃত্য,শাস্ত্রীয় নৃত্য,ছড়ার গান, লোকগীতিসহ অন‍্যান‍্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আসর জমিয়ে দেন মল্লারের শিল্পীরা। দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে রবীন্দ্র নৃত্য “বিশ্ববীণা রবে”, শাস্ত্রীয় নৃত্য “তোডায় মঙ্গলম্”, শাস্ত্রীয় নৃত্য ফিউসান, রবীন্দ্রসঙ্গীত “আকাশ জুড়ে শুনিনু”, ছড়াগান “তেলের শিশি ভাঙল বলে”, লোকসঙ্গীত “পিন্দারে পলাশের বন” ও ‘শালতলে বেলা’ , ” কোন সে আলোর স্বপ্ন নিয়ে”, “মন মেতেছে মন ময়ুরী”,”মেঘ বলল যাবি”,ডাকছে আকাশ, ডাকছে বাতাস”,” রামগরুড়ের ছানা””,গুজরাটী লোকনৃত্য ‘ছোগড়া তাড়া’র মতো উপস্থাপনা গুলি ।অর্ক চক্রবর্তীর একক সঙ্গীত ছিল এদিনের দর্শকদের উপরি পাওনা।শেষ লগ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপকধর্মী “তাসের দেশ” গীতিনাট্যটির বর্ণময় উপস্থাপন উপস্থিত সকলের মন জয় করে নেয়।

music college annual program 3
নিজস্ব চিত্র

এই নাটকে অচলায়তন তাসের দেশের নিয়মের বেড়াজালে ভেঙে যায় ভিনদেশী রাজপুত্র ও সওদাগর পুত্রের আগমনে।ভিনদেশী রাজপুত্রর ভূমিকায় দেবপ্রিয়া সরকার,সওদাগর পুত্রর ভূমিকায় মিষ্টু মন্ডল মাজী, তাসের দেশের রাজার ভূমিকায় সুশান্ত মল্লিক, রাণীর ভূমিকায় দর্পনা দত্ত,পত্রলেখার ভূমিকায় সৌমিতা চক্রবর্তী,ছক্কার ভূমিকায় ব্রততী মল্লিক,পাঞ্জার ভূমিকায় বৃষ্টি রায়,গোলামের ভূমিকায় সংস্কৃতি দে সহ অন্যান্য সকলের অভিনয় ছিল অনবদ্য।”তাসের দেশ” নাটকে পার্থপ্রতীম চক্রবর্তীর মঞ্চ সজ্জাও ছিল অসাধারণ।

music college annual program 4
নিজস্ব চিত্র

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুভদীপ বসু। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলে যন্ত্রসংগীত শিল্পী সন্দীপ সরকার,বিদেশ বসু, কাশীনাথ হাজরা,প্রবীর রাণাদের যোগ‍্য সহযোগিতা।

আরও পড়ুনঃ এস এস বি ব্যাটালিয়নের উদ্যোগে সেবা মূলক কর্মসূচীর আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here