উদ্বোধনেই মালুম উদ্দীপনা বালুরঘাট এক্সপো মেলা ঘিরে

0
67

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ

Maloom inaugurument at balurghat
নিজস্ব চিত্র

উদ্বোধনের দিনই দর্শক ভীড়ে উপচে পড়ল বালুরঘাট এক্সপো মেলা প্রাঙ্গন।দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট শহরের ফ্রেন্ডস্ ইউনিয়ন ময়দানে বুধবার থেকে শুরু হয়েছে বালুরঘাট এক্সপো মেলা।বুধবার রাত্রে রজত জয়ন্তী বর্ষে পদার্পন করা এই বালুরঘাট এক্সপো মেলার প্রবেশ দ্বারে ফিতা কেটে উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ সভাপতি বিপ্লব মিত্র।উপস্থিত ছিলেন ম্যাকানটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী,দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকী,স্বপন বিশ্বাস প্রমুখরা।প্রসঙ্গত উল্লেখ যে প্রতিবছরই শীতের শুরুতে আরম্ভ হওয়া এই মেলা শহরবাসী তথা জেলাবাসীর বিনোদনী আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠে দর্শক সমাগমে। এদিনও দেখা গেল সেই পুরোনো ছবির প্রতিচ্ছবি।এদিনও বালুরঘাট এক্সপো মেলার উদ্বোধন হতেই শহরের বাসিন্দারা ভীড় জমান মেলা চত্বরে। শুরুর প্রথম দিনেই মেলা চত্বর অঘোষিত সেল্ফি প্রতিযোগীতার ক্ষেত্র হয়ে উঠে।ছাত্র ছাত্রীদের নজরকাড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে মেলা চত্বরে থাকা ম্যাজিকের স্টলেও। এবার মেলায় জেলার হস্তশিল্পীদের দ্বারা তৈরী হস্তশিল্পের সামগ্রীর স্টল,প্রসাধনী সামগ্রীর স্টল,ভীন রাজ্য সহ ভীন দেশ থেকে আগত খাবারের দোকানের স্টল বসার পাশাপাশি আনন্দ উপভোগ করার জন্য ব্রেক ড্যান্স,নৌকা দোলা সহ নাগরদৌলা সবকিছুরই যেন আসর বসেছে গুছিয়ে। বালুরঘাট এক্সপো মেলায় বিগত ৫ বছর ধরে হ্যান্ডিক্রাফট-এর পসরা সাজিয়ে বসা উড়িষ্যা থেকে আগত বিক্রেতা এস.কে.রামিয়ান জানান প্রতিবছরই তাদের কারবার ভাল হয়।এর পাশাপাশি তিনি এও জানান এবছর তার দেওয়া স্টলে দেওয়ান,সোফা, পার্টিশন ক্রেতাদের নজর কাড়বে। বালুরঘাট এক্সপো মেলার আয়োজক রাজ নারায়ণ সাহা চৌধুরী জানান মেলায় চত্বরে প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে।এছাড়াও নাটক সহ স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের দ্বারা নাচ গানের ব্যবস্থা থাকবে।তিনি এও জানান মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল এসেছে যা সকলের নজর কাড়বে৷ এদিন বালুরঘাট এক্সপো-র উদ্বোধক তথা উত্তরবঙ্গ উন্নয়ণ পর্ষদের সহ সভাপতি বিপ্লব মিত্র বলেন বালুরঘাট এক্সপো মেলা একটা রেকর্ড সৃষ্টি করেছে একটানা ২৫ বছর ধরে মেলা আয়োজন করে। জেলার হস্তশিল্পীদের বাজার ধরার ক্ষেত্রে এই মেলার উপযোগীতার কথা উল্লেখ করার পাশাপাশি এদিন তিনি বলেন এই মেলার মাধ্যমে শুধু যে আনন্দ উপভোগ করাই নয়, সঙ্গে সঙ্গে এর যে বানিজ্যিক দিক, অর্থনৈতিক দিক আছে সেটাও অনেকটাই সাহায্য করবে বালুরঘাট তথা জেলার মানুষকে।

আরও পড়ুন: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নতুন রাস্তা নির্মানের এলাকা পরিদর্শন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here