সোনিয়ার ডাকা বৈঠকে থাকছে না মমতা-মায়াবতী

0
45

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে আজ সোনিয়া গান্ধির সাড়া দিয়ে বিরোধী দলগুলি বৈঠকে বসেছে। কিন্তু বৈঠকে থাকছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন না সমাজবাদী পার্টির প্রধানও মায়াবতীও।

পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “গত বুধবার পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস বনধের নামে যে সহিংসতা চালিয়েছে আমি সেগুলোকে একেবারেই সমর্থন করি না, আর তার জন্যেই আমি ১৩ জানুয়ারি নয়া দিল্লিতে সোনিয়া গান্ধির ডাকা বৈঠক বয়কট করার সিদ্ধান্ত।”

mamata and mayawati ignore | newsfront.co
চিত্র সৌজন্যঃ দ্য স্টেটসম্যান

আরও পড়ুনঃ ফের ১৪৪ ধারা ভেঙে বালুরঘাটে বিজেপির মিছিল

তিনি আরও বলেন,”আমিই প্রথম সিএএ, এনআরসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। কিন্তু সিএএ-এনআরসি-র নামে বাম ও কংগ্রেস যা করছে তা কোনও আন্দোলন নয়, ভাঙচুর।”

এদিকে রাজস্থানের কোটায় একটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার বিষয়ে সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধিকে কটাক্ষ করে মায়াবতী বলেন, যদি তাঁরা সন্তান হারা মায়েদের সাথে দেখা করতে কোটা না যান, তাহলে উত্তরপ্রদেশের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে তাদের সাক্ষাৎ রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here