ধূপগুড়ির পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা মমতা-মোদীর

0
136

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

ধূপগুড়ির দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতিও সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Rabindranath Ghosh | newsfront.co
দুর্ঘটনাস্থল পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষ। নিজস্ব চিত্র

বুধবার পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ধুপগুড়ির দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ধূপগুড়িতে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর নাবালক-নাবালিকা যারা আহত হয়েছে দুর্ঘটনায়, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

আরও পড়ুনঃ ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা! পাথর বোঝাই ডাম্পারের তলায় ২ ছোট গাড়ি, মৃত ১৪

এদিকে, ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে টুইট করে গভীর শোকপ্রকাশ করেন মোদী। একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এবং দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here