শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা সংক্রমণের জেরে এমনিতেই মুখ থুবড়ে পড়েছে রাজ্যের বিনোদন ব্যবসা। দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত সিনেমা হল। তার ওপর আমফান ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সিনেমা হলও। সবমিলিয়ে রীতিমতো বিপদের মুখে পড়েছেন এ রাজ্যের সিনেমা হল এর সঙ্গে যুক্ত কর্মীরা।
আনলক ৪-এ জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করার, জন্য একাধিক ছাড় দিলেও এখনও সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়নি। এতদিন ধরে সিনেমা হল বন্ধ থাকায় আর্থিক সমস্যা, মাত্রাছাড়া ইলেকট্রিক বিল ইত্যাদি বিষয় গলায় ফাঁসের মত চেপে বসেছে কর্মীদের।
এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন হল মালিকেরা। ইম্পার তরফে একাধিক আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হল মালিকদের ক্ষতিপূরণের কথা জানানো হয়।
আরও পড়ুনঃ নজরদারির অভিযোগে রাজভবনের পাঁচ কর্মীকে নবান্নে ফিরিয়ে নিতে চিঠি রাজ্যপালের
তাদের ডাকে সাড়া দিয়ে এবার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, আমফান ঝড়ের দাপটে রাজ্যের যে সকল হলগুলিতে বিপুল ক্ষতি হয়েছে তাদের ২ লক্ষ টাকা ও অল্প ক্ষতিগ্রস্ত হলগুলিকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার।
তবে প্রত্যেক হল মালিকদের নির্দিষ্ট তথ্য নিয়ে তাদের জেলায় জেলাশাসকদের কাছে আবেদন জানাতে হবে। সেখান থেকেই নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তবে মাল্টিপ্লেক্সের হল মালিকদের জন্য এই ক্ষতিপূরণ নয় বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584