নিউরোসায়েন্সের দুই শীর্ষ কর্তার করোনা পজিটিভ

0
66

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এবার করোনা সংক্রমণের খবর হল শিয়ালদহ মল্লিকবাজারের ন্যাশানাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সূত্রের খবর, ওই হাসপাতালের দুই শীর্ষকর্তার করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। খবর জানা যেতেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এ বিষয়ে কি পদক্ষেপ করা হবে, তা নিয়ে স্বাস্থ্য ভবনের পরামর্শ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Institution of Neuroscience kolkata | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, সম্প্রতি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন এক বর্ষীয়ান আইনজীবী। স্নায়ু সংক্রান্ত বেশ কিছু অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচার চলাকালীনই আইনজীবীর শরীরে কিছু উপসর্গ মেলায় তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আর তার পরে ওই আইনজীবীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল পূর্ব বর্ধমানে

সাবধানতা অবলম্বনে ওই আইনজীবীর সংস্পর্শে আসা বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এ দিন তাদের যে রিপোর্ট এসেছে, তাতে দু’জন শীর্ষকর্তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। তাদের সংস্পর্শে আর কারা এসেছিলেন, তার খোঁজ শুরু হয়েছে। গোটা হাসপাতাল স্যানিটাইজ করার জন্য স্বাস্থ্যভবনের অনুমতি চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই নিয়ে স্বাস্থ্যভবনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here