‘দুয়ারে রেশন’,মমতার নয়া উদ্যোগ

0
84

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ ‘দুয়ারে রেশন’৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী, লালগড় ভিলেজ গ্রাউন্ডে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee | newsfront.co
লালগড়ের সভায় মমতা। নিজস্ব চিত্র

তিনি বলেন,”যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা পাবেন৷ এর জন্য লাইন দেওয়ার প্রয়োজন নেই৷ সব সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পেই৷ বছরে চার মাস এই ক্যাম্প হবে৷ প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে দুয়ারে সরকার৷ নাম লেখালেই বিধবা ভাতা, কৃষক ভাতা, কন্যাশ্রী, তফশিলি বন্ধু থেকে জয় জহর সব সুবিধা পাওয়া যাবে৷”

আরও পড়ুনঃ ৪০ শতাংশ বেকারি কমেছে, বাঁকুড়ায় দাবি মমতার

Mamata Banerjee at Jhargram | newsfront.co
নিজস্ব চিত্র

মমতা আরও বলেন, “আগে জঙ্গলমহলে আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিতাম৷ তারপর সারা বাংলাকে দিয়েছি৷ আর এখন সকলকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়৷ আর আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই৷ আপনার রেশন পৌঁছে যাবে আপনার বাড়ির দোড়গোড়ায়৷ চালু হবে ‘দুয়ারে রেশন’৷ আপনার বাড়িতে পৌঁছে যাবে বিনা পয়সার রেশন৷”

আরও পড়ুনঃ বিশ্বভারতী বন্ধের হুমকি খোদ উপাচার্যের

এছাড়াও তিনি বলেন, প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাবে রাজ্যের মানুষ৷ তিন বছর অন্তর অন্তর কার্ড রিন্যু করা হবে৷ এই কার্ডে অভিভাবক হবেন বাড়ির মহিলারা৷ প্রয়োজনে মহিলারা নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন৷ বেসরকারি হোক বা ভেলোর সব জায়গায় এই কার্ড কাজ করবে৷ বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দেবে তৃণমূল সরকার৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াকে জামা, জুতো, ব্যাগ দেয় সরকার৷ দেওয়া হয় মিড ডে মিল৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here