‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যাবে লোন

0
122

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় স্টুডেন্টদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পড়াশুনার জন্য আর ঘরবাড়ি বেচতে হবে না ছাত্রছাত্রীদের। আগামী ৩০শে জুন থেকে বাংলায় চালু করা হবে ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’। পশ্চিমবঙ্গ সরকার এর গ্যারেন্টার। কার্ডের মাধ্যমে ৪০ বছর পর্যন্ত যে কোনও পড়ুয়া পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ন্যূনতম সুদে লোন নিতে পারবে। দশম শ্রেণি থেকেই নেওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এই টাকা স্নাতক, স্নাতোকত্তর, গবেষণাতে খরচ করা যাবে।”

mamata banerjee | newsfront.co
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে যারা অন্তত ১০ বছর বসবাস করছেন, তাদের সকলে দেশে বা বিদেশে কোনও প্রতিষ্ঠানে এই টাকায় পড়াশোনা করতে পারবেন। চাকরি পাওয়ার পর স্বল্প সুদে লোনের টাকা মেটানোর জন্য সময় পাওয়া যাবে ১৫ বছর। আগামী ৩০ জুন এই প্রকল্পের সূচনার পর আরও বিশদ জানানো হবে এই বিষয়ে। ছাত্রছাত্রীদের গর্ব এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড।”

আরও পড়ুনঃ সোনারপুরে রেল অবরোধ, দাবি স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার

মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হচ্ছে। অর্থের অভাবে আর পড়াশুনা বন্ধ হবে না বাংলার পড়ুয়াদের। এছাড়াও তিনি বলেন, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভ্যাক্সিন নিয়ে চিঠি পাঠানো হয়েছে। যেহেতু কোভ্যাক্সিন হু স্বীকৃত নয় তাই অনেক দেশেই এই টিকার সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। ফলে কোভ্যাক্সিন নেওয়ায় দেশে বিদেশে থাকা অনেক ছাত্রছাত্রীদেরকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রধানমন্ত্রী যেন এতে আলোকপাত করেন চিঠিতে তাই বলা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফলাফল ১৪ অগাস্টের মধ্যে

উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “পুজোর আগে আপার প্রাইমারিতে নেওয়া হবে ১৪ হাজার শিক্ষক এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক। এছাড়া পুজোর পর মার্চের মধ্যে নিয়োগ করা হবে আরও সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here