ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে নিয়োজিত বেসরকারি শ্রমিক ও কর্মীদের মাসিক বেতন না কাটার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
নবান্ন সূত্রে এক নির্দেশিকায় বলা হয়েছে,’সব সংস্থা, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে লকডাউনের সময়কালে শ্রমিক-কর্মচারীদের মজুরি না কেটে বেতন দিতে হবে।’
আরও পড়ুনঃ রাজ্যের প্রথম তিন আক্রান্ত করোনা মুক্ত
পাশাপাশি নবান্ন সূত্রে জানানো হয়েছে যে সমস্ত সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন, বাড়ি মালিক যাতে তাদের বাড়ি থেকে বের করে না দেন এবং লকডাউন চলাকালীন তাদের ভাড়া যাতে মুকুব করেন সে বিষয়টিও নির্দেশিকায় জানানো হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে,’পরিযায়ী সহ যেসব শ্রমিকরা ভাড়া ঘরে থাকেন- সম্ভব হলে বাড়িওয়ালা এই সব শ্রমিকদের এমাসের ভাড়া মুকুব করে দিন। তবে, শ্রমিক বা পড়ুয়াদের জোর করে ঘর ছাড়তে বাধ্য করা হলে নির্দিষ্ট আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন।’
উল্লেখ্য, দেশজুড়ে বিভিন্ন জায়গায় কর্মহারা শ্রমিকরা বাড়ি মালিকের চাপে ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আশ্রয়হীন হয়ে পরিযায়ী শ্রমিকরা লকডাউন ভেঙে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584