নিট-জেইই পিছোতে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজোটে লড়াইয়ের ডাক মমতার

0
36

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোভিড পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে একজোট হয়েছিলেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই নিট-জেইই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সব মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পরিবহণ ব্যবস্থা সচল না হওয়ায় এতে উলটে পরীক্ষার্থীদের সমস্যা হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

প্রসঙ্গত, সেপ্টেম্বরে হতে চলা এই দুই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে একাধিকবার আবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের শুরুতে সারা দেশে ইঞ্জিনিয়ারিং (জেইই-মেন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা হওয়ার দিন ধার্য হয়েছে। কিন্তু আবেদন সত্ত্বেও পরীক্ষার দিন বদল হয়নি।

আরও পড়ুনঃ বাণিজ্য সম্মেলন নিয়ে ফের মমতাকে প্রশ্ন রাজ্যপালের

শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, এই আবেদন জানিয়েছেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কিন্তু অভিযোগ তাতে কর্ণপাত করেনি কেন্দ্র। উলটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, পড়ুয়া ও অভিভাবকদের চাপেই জয়েন্ট ও নিটের পরীক্ষা নির্ধারিত সময়ে হচ্ছে। এতে কেন্দ্রের কোনও হাত নেই।

আরও পড়ুনঃ পিএম কেয়ার ফান্ডের হিসাব আগে দিন, কোভিড-দুর্নীতি প্রসঙ্গে পাল্টা মুখ্যমন্ত্রী

তাই এক ঢিলে দুই পাখি মারতে অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী শক্তিকে আয়োজন করতে এবং কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলতে বুধবার সর্বদল বৈঠক থেকে ফের পরীক্ষা পিছনোর সপক্ষেই সুর তুললেন মুখ্যমন্ত্রী। এভাবে পরীক্ষা হলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

লকডাউন পরিস্থিতিতে পরীক্ষা দিতে যাওয়াও যথেষ্ট সমস্যার। তাই পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়ে প্রয়োজনে একযোগ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাবও দেন। এমনকি প্রয়োজনে পড়ুয়াদের ধর্নায় বসতেও উৎসাহিতও করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here