শ্রদ্ধা, সম্মানের সঙ্গে মৃতদেহ সৎকারের আর্জি জানিয়ে স্বরাষ্ট্রসচিবের জবাব তলব রাজ্যপালের

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে করোনা আক্রান্তদের মৃতদেহ ঠিকভাবে সৎকার করা হচ্ছে না, এমন অভিযোগ উঠেছিল অনেকদিন আগে থেকেই। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে গড়িয়ার শ্মশানে এনআরএস হাসপাতালের মর্গ থেকে ১৩ টি বেওয়ারিশ মৃতদেহ দাহ করার জন্য আনা হলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সামাজিক মাধ্যমে মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি অমানবিক বলে ট্যুইট করে স্বরাষ্ট্র সচিবের জবাব তলব করেছেন রাজ্যপাল।

Governor Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

এদিন এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করেন। তিনি লেখেন, ‘অমানবিক, অবর্ণনীয় ছবি। হৃদয়হীন, অসংবেদনশীল আচরণ। যেভাবে মৃতদেহগুলিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তা হৃদয়বিদারক। আমাদের সমাজে মরদেহকে যথোচিত সম্মান প্রদর্শন করা হয়। শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে মৃতদেহ সৎকার করা উচিত।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি এনআরএসের চিকিৎসক

মৃতদেহে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কি চিকিৎসা করা হয়েছিল, মৃত্যুর কারণ এবং হাসপাতালের বেড টিকিট থাকা প্রয়োজনীয়। আইন মেনে দেহগুলি সৎকারের ব্যবস্থা করুন।’ এর পরেই এই নিয়ে স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব করেন রাজ্যপাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here