পরিযায়ী শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরল, দূর্নীতিবাজদের জন্য চার্টার্ড ফ্লাইট- কটাক্ষ মমতার

0
96

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

২০২১-রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে দলীয় কর্মীসভায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীসভার মঞ্চ থেকে দলত্যাগীদের তীব্র কটাক্ষ করেন তিনি।

mamata banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজস্ব চিত্র

দলত্যাগীদের নিশানা করে মমতা বলেন, “যত চোর-গুণ্ডাদের নিচ্ছে বিজেপি। ওটা যেন ওয়াশিং মেশিন। দুর্নীতিবাজদের নিচ্ছে আর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করে দিচ্ছে। দুর্নীতিবাজ, চোর, দুষ্কৃতী সব বিজেপিতে যাচ্ছে আর সাফ হয়ে চলে আসছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনো দিন জিতবে না। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, দার্জিলিং থেকে পাহাড়, সব জায়গাতেই তৃণমূল জিতবে। সারা বাংলায় তৃণমূলই জিতবে”।

chief minister | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজস্ব চিত্র

বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ ও বিট অফিসে প্রায়ই বিক্ষোভ হচ্ছে। এই দুর্নীতি নিয়ে নাম না করে এদিন প্রাক্তন বনমন্ত্রী তথা সদ্য দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, আর ভোট হলেই পালিয়ে যায়। সাধারণ মানুষের জন্য কিছুই করে না।

mamata banerjee with security | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের সময় অভিবাসী শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাঁদের ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা করেছে। পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করতে পারলেন না! আর দুর্নীতি বাজদের চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে যাচ্ছেন।”

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মমতার কর্মীসভা আজ

এদিন মমতা বলেন, “ওরা বলছে, বাংলায় ৬৫০ কিমি রাস্তা তৈরি করে দেবে। মোদীজি দেখে যান, বাংলায় ৮৫ হাজার কিমি রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার। ৬৫০ কিমি রাস্তা তৈরি করবে বলছে, বরং আসুন আপনাকে আমরা তৈরি করে দিচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে মেপে নিন, কতটাতে ৬৫০ কিমি পথ হয়।”

রাজ্যের যতটুকু উন্নয়ন হয়েছে, পুরোটাই রাজ্য সরকারের উদ্যোগে হয়েছে দাবি করে এ দিনের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here