শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সংখ্যালঘু ভোট ভাগাভাগি আটকাতে নিজেই আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু ভোট ভাগ হলে সুবিধা বাড়বে বিজেপির একথাই বোঝাতে চাইলেন তিনি।বুধবার গোঘাটের জনসভায় মমতা বলেন, ‘সংখ্যালঘুরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করবেন না।
হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির দালাল (মিম) এসেছে। আর ওই দালালদের মধ্যে ফুরফুরা শরিফের সবাই নয়, একটা ছেলে টাকা নিয়ে বসে আছে বিজেপির থেকে। গদ্দার, গদ্দার, বড় বড় গদ্দার। এই গদ্দারদের ভোট দিয়ে নিজেদের ভোট ভাগাভাগি করবেন না।’
আরও পড়ুনঃ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ ধ্বনি বিজেপি কর্মীদের
এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে হিন্দু-মুসলিম ভোটের অঙ্ক নিয়ে হিসেব কষা চলছে। রাজ্যের ৩০ শতাংশ (২০১১ সালের জনসংখ্যা পরবর্তী হিসেব অনুযায়ী) মুসলিম ভোটব্যাঙ্কে এতদিন তৃণমূলের আধিপত্য ছিল। কিন্তু হঠাৎ করে আইএসএফ এবং মিমের উপস্থিতিতে সেই অঙ্কটা কিছুটা হলেও পাল্টে গিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, রাজ্যের কয়েকটি প্রান্তে বেশ ভালোমতো ভোট টানতে পারে আইএসএফ। মিমও কিছু ভোট কাটতে পারে। আর এই দু’জনের প্রাপ্ত ভোট যত বেশি হবে, তত তৃণমূলের ভোট কমবে। ভোট কাটাকুটির অঙ্কে ফায়দা তুলবে বিজেপি। তাই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া মমতা। সেইসঙ্গে হিন্দু ভোটারদেরও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।মোটামুটি নিয়ম করেই প্রতিটি জনসভায় স্ত্রোস্তপাঠ, চণ্ডীপাঠ করছেন। গোঘাটেও করেছেন।
আরও পড়ুনঃ নাটকের বক্তব্য ‘না পসন্দ’, বাসন্তিতে বিজেপি কর্মীরা বন্ধ করল ‘ইঁদুরকল’ নাটকের প্রদর্শন
যদিও সেই চেষ্টা আদৌও কতটা কাজে দেবে, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন আছে। বিশেষত বিজেপির তরফে যেভাবে মমতা ভাবমূর্তি তুলে ধরা হয়েছে, তাতে স্ত্রোস্তপাঠ দিয়ে হিন্দু ভোট টানা বেশ কঠিন। এই পরিস্থিতিতে গোঘাটে সংখ্যালঘু ভোট ভাগাভাগি না করার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584