নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে গণবিবাহ অনুষ্ঠানে যোগদিয়ে বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ফালাকাটার মিল রোড ময়দানে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে যোগদেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৪৫০ জন আদিবাসীর গণবিবাহ অনুষ্ঠিত হয়।
এই গণবিবাহের অনুষ্ঠানেই আবার মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের ‘বাড়ি’ চা শ্রমিকদের হাতে তুলে দেন। এদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২ টি চা বাগানের ৪৬০০ বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পে বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ রাজ্যের বহু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের
মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণের শুরুতেই জানান, আগামী তিন বছরে পাহাড় তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের চা সুন্দরী প্রকল্পের আওতায় আসবে। তিনি জানান, ৫০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পে।
নিজের স্বল্প ভাষণের পর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে নব দম্পতিদের আশীর্বাদ করেন এবং তাদের উপহার প্রদান করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সাঁওতাল শিল্পীদের সাথে নৃত্যে অংশ নেন। পরবর্তীতে রাভা সম্প্রদায়ের মানুষের সাথেও নৃত্য করেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584