নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আজ সাত পাকে বাঁধা পড়ছেন টেলি দুনিয়ার দুই অতি পরিচিত মুখ নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বহুদিনের প্রেম দুজনের। দুজনে মিলে গড়ে তুলেছেন প্রযোজনা সংস্থা। এবার একসঙ্গে থাকার পালা। তৃণা এবং নীলকে আশীর্বাদ করতে এদিন বিয়েতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুকটুকে লাল বেনারসিতে অপরূপা হয়ে উঠেছেন টেলিসংসারের গুনগুন থুড়ি তৃণা। ওদিকে নীল পরেছেন ঘিয়ে রঙ এবং লালের কম্বিনেশনে তৈরি পাঞ্জাবি এবং ধুতি। বর যাত্রী হিসেবে তৃণার দরবারে হাজির ‘কৃষ্ণকলি’ পরিবার।
বাজি আর আলোর রোশনাইয়ে ঝলমল করছে তপসিয়ার অর্কিড হাউস। ওখানেই বসেছে বিয়ের আসর। হুড খোলা জিপে চেপে বিয়ে করতে এলেন নীল।
আরও পড়ুনঃ বৈদিক মতে মহিলা পৌরহিত্যে বিয়ে সারলেন ওম-মিমি
নৌকায় বসে বিয়ে সারবেন দুজনে। নীল-তৃণার বিয়েতে সাবেকিয়ানা আর ষোলো আনা বাঙালিয়ানা মিলেমিশে একাকার৷ বিসমিল্লার সানাই, শঙখ, উলুধ্বনিতে পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন নীল-তৃণা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584