উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
“রিমোর্ট কন্ট্রোলের সাহায্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে, স্থানীয়দের সঙ্গে কথা বলে রাজ্যের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান। গোটা ঘটনার দায়িত্ব রেলের।“- মন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার রাতেই কলকাতায় নিয়ে আসা হয় জাকির হোসেনকে। আজ তাঁকে দেখতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। জাকিরের অপারেশন চলার কারণে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে যান নেত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় সবমিলিয়ে প্রায় ছাব্বিশ জন আহত হয়েছেন।
এরপর হাসপাতাল থেকে বেরিয়ে গতকালের ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় দায়ভার চাপিয়েছেন রেলের ওপরেই। তাঁর কথায়, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা, ঘটনাস্থলে কোনও রেল পুলিশ ছিল না।“
আরও পড়ুনঃ দুষ্কৃতিকারীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর আহত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী
সব মিলিয়ে জাকির হোসেনের ওপর হামলায় একের পর এক সুর চড়ালেন নেত্রী। উল্লেখ্য, যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের ৫ লক্ষ এবং যাঁরা তুলনামূলক কম আহত হয়েছেন তাঁদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, “যাঁদের হাত এবং পা চলে গিয়েছে তাঁদের প্রত্যেকের কৃত্রিম হাত এবং পা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।“
আরও পড়ুনঃ আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ঘোষণা ক্ষতিপূরণের
গতকাল বোমার আঘাতে গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেন। রাত সাড়ে নটা নাগাদ নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কর্মী সমর্থকদের সঙ্গে দাড়িয়ে ছিলেন জাকির। কলকাতায় আসার জন্য ট্রেনের অপেক্ষার মাঝেই জাকিরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।
বোমার আঘাতে বাঁ পায়ে মারাত্মক জখম হন তিনি। আঘাত লাগে শরীরের একাধিক অংশেও। বোমার আঘাতে জখম হন আরও বেশ কয়েকজন কর্মী সমর্থকও। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর পায়ে চোদ্দটি সেলাই হয়েছে। রাতেই তাঁকে কলকাতার উদ্দেশে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়। আজ এসএসকেএমে তার অপারেশন হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584