নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
মালদায় প্রেস কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার পুরাতন মালদায় দলের কর্মী সম্মেলন সম্পন্ন করেই সরাসরি সড়কপথে কনভয় নিয়ে প্রেস কর্ণারে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগোরন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, ইংরেজবাজারের বিধায়ক নিহার ঘোষ, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া প্রমুখ।
মালদা শহরে জেলা শাসকের অফিস সংলগ্ন এলাকাতেই গড়ে উঠেছে এই প্রেস কর্নারটি। এদিন ফিতে কেটে মালদা প্রেস কর্নারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর জেলার সাংবাদিকদের সঙ্গে নিয়েই প্রেস কর্নারের প্রতিটি ঘর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। নতুন এই প্রেস কর্নারের সৌন্দর্যের প্রশংসা করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী জানান, মালদা জেলার সাংবাদিকদের সবাই যেন ভালোভাবে কাজ করতে পারেন, ভাল থাকেন সেই কামনাই করি। কিছুক্ষণ সময় দিয়েই এবং মালদার সাংবাদিকদের নিয়ে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর সেখান থেকেই মুখ্যমন্ত্রী চলে যান মহানন্দা ভবনে।
উল্লেখ্য, মালদা জেলায় সাংবাদিকদের নির্দিষ্ট কোন বসার জায়গা এতোদিন ছিল না। ফলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাংবাদিকরা নির্দিষ্ট একটি অফিস ভবনের জন্য দরবার করেছিলেন মমতা ব্যানার্জির কাছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিনের সেই স্বপ্ন এদিন পূরণ হলো।
আরও পড়ুনঃ বুনিয়াদপুর ফুটবল ময়দানে বুধ ভিত্তিক কর্মী সভায় মুখ্যমন্ত্রী
ইংরেজবাজার পুরসভা এবং জেলা প্রশাসনের উদ্যোগেই মূলত তৈরি হয়েছে মালদার প্রেস কর্নারটি। যেখানে সাংবাদিকদের বসার জায়গা , কনফারেন্স হল গড়ে তোলা হয়েছে। এবার থেকে মালদার সাংবাদিকরা এই প্রেস কর্নার থেকে একযোগে কাজ করতে পারবেন।
বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ জানিয়েছেন, খুব শীঘ্রই সাংবাদিকদের উদ্যোগে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি প্রেস কর্নারের অন্তর্ভুক্ত একটি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা হবে।
জেলার সাংবাদিকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন এবং ইংরেজবাজার পুরসভার উদ্যোগে প্রেস কর্নারটি তৈরি হয়েছে। এবার থেকে সাংবাদিকদের খোলা আকাশের নিচে বসে কাজ করতে হবে না। নির্দিষ্ট বসার জায়গা তৈরি হওয়ায় এখন খুশি জেলার সাংবাদিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584