নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী কিংবা ঘরের মেয়ে হিসাবে নয়। সয়ং ভগবান হিসেবে পুজো করেন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মাধাখালির বাসিন্দা সুদর্শন বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাজনীতির সময় থেকেই তার ভাবধারায় মুগ্ধ ভূপতিনগর এর মাধাখালি গ্রামের সুদর্শন রায়।
এরপর ধীরে ধীরে তিনি যখন মন্ত্রী এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন তখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সাধারণ নারীর আসন থেকে সরিয়ে সোজা ভগবানের আসনে বসালেন সুদর্শনবাবু।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করল স্বেচ্ছাসেবী সংগঠন
মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কর্মসূচি যেন সুদর্শনবাবুর মনে এক অন্য জগতের দুয়ার খুলে দেয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে সুদর্শন বাবুর কাছে হয়ে ওঠেন দশোভূজা।
যিনি আদতে দুই হাতে মানুষের সেবা করলেও তিনি দিব্যচক্ষু দিয়ে দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাতে মানুষের সেবায় নিমগ্ন। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে ভগবানের আসনে বসিয়ে দেন সুদর্শন রায়। নিজের বাড়িতেই কয়েক লক্ষ টাকা ব্যয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্বেত পাথরের মূর্তি তৈরি করেন তিনি।
এমনকি সেই মূর্তিকে নিয়মিত পুজোও করেন। শুনলে অবাক হবেন নিজের বাড়িতে গৃহদেবতার আসনে নেত্রীকে বসিয়েছেন তিনি। প্রত্যেক দিন সকাল হলে নিজের বাগানে ফোটা ফুল দিয়ে দেবী জ্ঞানে পুজো করেন সুদর্শন বাবু।
সকাল, দুপুর, সন্ধ্যা অন্যান্য গৃহদেবতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও পুজো পান সুদর্শন বাবুর হাতে। কাঁসরঘন্টা, শঙ্খ ধ্বনির মাধ্যমে গোটা বাড়ি যেন হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধনা ক্ষেত্র।
সুদর্শনবাবুর এই আরাধনা দেখতে প্রত্যেকদিন স্থানীয় বহু মানুষই এখানে ভিড় জমান। আর সবাইকে সুদর্শনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুপ্রেরণা জোগান। দেবতার আসনে বসানো দেবীকে নিজের চোখে একবার দেখতে চান সুদর্শনবাবু।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুদর্শন বাবুর এখন এই একটাই আবেদন। তবে সুদর্শনবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে দেবীরূপী। তাই আমি তাকে ভগবানরূপে পুজো করি। আমার শেষ ইচ্ছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার সামনা সামনি সাক্ষাৎ করার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584