নতুন সড়কপথ, ফ্লাইওভার ও থ্রি টায়ার যাতায়াত ব্যবস্থার দাবি নিয়ে নীতিন গড়করির সাথে বৈঠক মমতার

0
54

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর যত না বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার থেকে অনেকটাই বেশি তৃণমূল সুপ্রীমো হিসেবে। মূলত বিজেপি বিরোধী জোটের সম্ভাব্য অংশীদারদের সঙ্গেই বেশিরভাগ বৈঠক করতে দেখা গিয়েছে তাঁকে।

Mamata Banerjee to meet Nitin Gadkari
সৌজন্যেঃ এনডিটিভি

এছাড়া মমতা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। মোদি সরকারের আর যে কজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মোটামুটি ভালো তার মধ্যে নীতিন গড়করি ও রাজনাথ সিং অন্যতম। আজ নীতিন গড়করির সঙ্গেই বৈঠক করলেন মমতা, দাবি করলেন রাজ্যের জন্য দাবি করলেন কিছু সড়ক পথ এবং ফ্লাইওভার।

গড়করির বাসভবনে এ দিন প্রায় ঘণ্টাখানেকের বৈঠক করেন মমতা। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা, তিনি জানান বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে। কেন্দ্রীয় সড়কমন্ত্রীর কাছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক এলাকায় নতুন সড়কের দাবি জানিয়েছেন তিনি। গঙ্গাসাগর মেলার জন্য সুন্দরবনে একটি ব্রিজ তৈরিরও আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ তৃণমূল সরকারের আমলে প্রথমবার হিডকো’র চেয়ারম্যান পদে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

দিঘা রোড বাড়ানোর এবং বারাসত- বনগাঁর মধ্যে নির্মিয়মান রাস্তাটি যাতে ফ্লাইওভারের মত উঁচুতে করা যায় সে আবেদনও করেছেন তিনি। এই রাস্তাটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই রাস্তার ধারে বহু মানুষের বাস, তাঁদের উচ্ছেদ করতে চাননা তিনি। এছাড়া ফনি এবং ইয়াসে রাজ্যের বহু এলাকার পথঘাট নষ্ট হয়েছে, সেগুলি দ্রুত সারানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বাম-কংগ্রেস আগে স্থির করুক বাংলায় তাদের প্রধান বিরোধী কারা, বললেন মুখ্যমন্ত্রী

কলকাতায় ‘ থ্রি- টায়ার’ যাতায়াত ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়েও গড়করিকে উদ্যোগী হওয়ার আবেদন জানান মমতা। অনেক জায়গাতেই এখন উপরে বাস চলে, তার নীচে মেট্রো চলে। তেমন কিছু ব্যবস্থা কলকাতার জন্য তিনি চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। মমতা জানান, “এই নিয়ে নিতিনজি বলেছেন তিনি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন। আমাদের সমস্ত আধিকারিকরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারি এই নিয়ে। আমি কলকাতার জন্য জানিয়েছি, আমাদের আরও কয়েকটা ফ্লাইওভার দিন। নাহলে খুব সমস্যা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here