করোনা ভাইরাসের প্রভাবে স্থানান্তরিত হলো বাজার

0
37

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভাইরাসের প্রভাবে একে অপরের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখতে কেশিয়াড়ী মিনি মার্কেট স্থানান্তরিত হলো কেশিয়াড়ী কৃষক বাজারে। কেশিয়াড়ী কৃষক বাজার তৈরি হয়েও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর নতুন করে বাজার বসলো বৃহস্পতিবার। চাষিদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ২০১৪ সালে তৈরি হয়েছিল এই কৃষক বাজারটি।

market |newsfront.co
নিজস্ব চিত্র

সেই থেকে ব্যাবসায়ীদের ও আড়ৎদারদের বার বার প্রশাসনের পক্ষে অনুরোধ করেও কেশিয়াড়ী মিনি মার্কেট টিকে স্থানান্তরিত করা যায়নি কৃষক বাজারে। কেশিয়াড়ী বাসস্ট্যান্ড থেকে কৃষক বাজারের দুরত্ব প্রায় এক কিমি। সেই দুরত্ব দেখে প্রথম থেকে যেতে রাজি হয়নি মিনি মার্কেটের ব্যাবসায়ী থেকে আড়ৎদাররা।

seller |newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের ফলে মানুষের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ। এই দোকানগুলোতে মানুষের সমাগম প্রচুর। একে অপরের সঙ্গে দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিল না কেশিয়াড়ী মিনি মার্কেটটিতে।তাই প্রশাসনের পক্ষ থেকে জানানোর পরে প্রথমে আড়ৎদাররা ও ব্যাবসায়ীরা যেতে না চাইলেও,পরে অবশ্য সচেতনতার কথা ও সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে তারা রাজি হয়।তাই বৃহস্পতিবার সকাল থেকে কেশিয়াড়ী কৃষক বাজারে আড়ৎদাররা ও দোকানদাররা সেই কৃষক বাজারে তাদের দোকান বসায়।

place |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুলিশ সুপারের উদ্যোগে হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির

দোকানদাররা ও আড়ৎদাররা তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনা বেচা করে। সরকারের এই সিদ্ধান্তকে মানত্যা দেওয়ায় খুশি প্রশাসনের আধিকারিকরা। তবে এখন দেখার বিষয় বাজারটি বরাবরের মতো কৃষক বাজারে বসে না এই পরিস্থিতি কাটার পরে পুনরায় আবার আগের জায়গায় ফিরে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here