মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বুধবার দিল্লিতে মেগা বৈঠক বিজেপি বিরোধীদের

0
57

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:

mamata banerjee
সৌজন্যেঃ এনডিটিভি

বুধবার দিল্লিতে বিজেপি বিরোধীদের মেগা বৈঠক। সূত্রের খবর, এই বৈঠক আয়োজনের উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। একদিন আগেই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দিল্লিতে বিরোধী জোটের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা করেন তিনি। আগামী বুধবার তিনি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এরপর ওইদিনই বাকি বিজেপি বিরোধীদের সঙ্গে নিয়েও একটি বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী।

তৃণমূল সূত্রে খবর, ২৬ তারিখ দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী। কার্যত অবিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ সারতেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জুলাই দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরে দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে ফিরে আসবেন মমতা। সেখানেই দুপুর ৩ টে নাগাদ আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তৃণমূল সূত্রে এও জানা গেছে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, কংগ্রেস নেতা পি চিদম্বরম ছাড়াও টিআরএস, আরজেডি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনার নেতাদের এই বিজেপি বিরোধী বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন আমলা জহর সরকার

চলতি মাসের দিল্লি সফরে এই ধরনের একটি বৈঠক যে তিনি করবেন, তা ২১ জুলাইয়ের মঞ্চেই স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অবিজেপি দলকে জোটবদ্ধ করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই তৃণমূল সুপ্রিমোর এবারের দিল্লি সফর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here