নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে কেশিয়াড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন,”গরীব মানুষের জন্য ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। কোন গরিব মানুষ বাড়ি থেকে বঞ্চিত হবে না। গরিব মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৩৫ লক্ষ মানুষের দারিদ্র্য দূর হয়েছে। এবার স্টুডেন্ট কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য সাথী কার্ড তিন বছর পরপর রিনিউ করা হবে। দুয়ারে সরকার বছরে চারবার হবে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে এবার গুরু শিষ্যের লড়াই
২০০ কোটি টাকা খরচা করে সুবর্ণরেখা নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর কেশিয়াড়িতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বিজেপি গুন্ডা পাঠিয়ে বাংলা দখল করতে চায়। কিন্তু বিজেপির স্বপ্ন সফল হবে না। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।”
তিনি তার ভাষণে আরও বলেন যে, “সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তাই ওদের আপনারা ভোট দেবেন না।” গত দশ বছরে রাজ্য সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছিল তা তিনি বিস্তারিতভাবে তার ভাষণের মাধ্যমে তুলে ধরেন। তিনি আরও বলেন যে, ক্ষমতায় থাকা সত্ত্বেও সিপিএম ৩৪ বছর কিছুই করেনি। আর এখন বড় বড় কথা বলছে।
আরও পড়ুনঃ লুটেরা বাহিনী এলে আপনারা হাতা খুন্তি নিয়ে প্রতিবাদ করবেনঃ মমতা
যারা মানুষ খুন করে রক্তে লাল হয়েছে তারাই বলছে হাল ফেরাতে চাই লাল। বাংলার বুকে সিপিএম আর ফিরে আসবে না। বাংলার মানুষ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এবার বিজেপিকে প্রত্যাখ্যান করে আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলে দেবে। আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে। সেই সঙ্গে তিনি বলেন,বাংলা দখল করার জন্য যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে সকলকে এক সাথে শামিল হয়ে কাজ করতে হবে।
বিজেপি বাংলা গড়ার কথা বলছে আগে সোনার গুজরাট, সোনার উত্তরপ্রদেশ করুক। তা না করে সোনার বাংলা গড়ার কথা বলছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। আর তারা নাকি বাংলাকে সোনার গড়ে তুলবে। বিষয়টা হাস্যকর বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584