নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া তিথিতে প্রকাশ হল তাঁর গানের একটি অ্যালবামও। গানের কথা ও সুর দুইই তৃণমূল নেত্রীর। বললেন,” নচি প্রায় জোর করে গানটা করিয়েছে।”
মঞ্চে তৃণমূল সুপ্রিমো জানালেন উপনির্বাচনের মাঝেই গানের রেকর্ডিং-ও হয়েছে খুবই অল্প সময়ে। এদিন মঞ্চে মমতা বললেন, নির্বাচনী সভা ছিল ২৭ তারিখ পর্যন্ত। টানা প্রচারের ফলে গলাও ভাঙ্গা। ২৯ তারিখ ইন্দ্রনীলের বাড়িতে তিনজন জড়ো হয়ে হঠাৎ নেওয়া সিদ্ধান্তের ফসল এই অ্যালবাম। তৃণমূল নেত্রী জানালেন, ”ইলেকশনের আগের দিন, যখন সবাই ভাবছে আগামিকাল কী হবে, তখন সন্ধে সাতটায় এই কাণ্ডটা করছি। নচি দশ মিনিটে গেয়েছে। ইন্দ্রনীলের গাওয়া গানও আছে।”
আরও পড়ুনঃ পুজোর আগে বড় ঘোষণা রেলের, ১১ লক্ষ কর্মচারী পাবেন ৭৮ দিনের বোনাস
এদিন তৃণমূল নেত্রী জানালেন বাংলা গানের স্বর্ণযুগ ফিরিয়ে আনার উদ্যোগও নিচ্ছেন তিনি। বললেন, ”আমরা হিন্দি গান ভালোবাসি। তবে স্বর্ণযুগের বাংলা গানগুলি এখনও মনে রেখেছি। বাবুল এই যে প্রতুলদার গান গেয়ে গেল। এমন অনেক ভালো গান হৃদয়কে দোলা দেয়। কিন্তু আমরা ধরে রাখতে পারি না। দিওয়ালিটা হয়ে যাক। আমরা বসব। বাংলা গানটা কীভাবে আরও ফাটাফাটি করা যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করব। বাংলার গান, নাটক, সংস্কৃতি, বাংলার শিক্ষা, সভ্যতা সব কিছু ভালো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584