স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে দুয়ারে রেশন- তৃণমূলের ইস্তেহারে চমক

0
100

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

আজ, বুধবার কালীঘাটের বাড়ি থেকেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১১ মার্চ ইস্তাহার প্রকাশের কথা থাকলেও তার আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। স্বাভাবিকভাবেই পিছিয়ে যায় ইস্তেহার প্রকাশের কর্মসূচি।

Mamta Banerjee | newsfront.co
ফাইল চিত্র

ইস্তেহারে যে ১০টি বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নেওয়া যাক এক নজরে

১. মে মাস থেকে বিধবাদের মাসিক ১,০০০ টাকা করে বিধবা ভাতা।

২. ক্ষমতায় ফিরলে প্রতিটি গরিব পরিবারকে বছরে নূন্যতম ৬ হাজার টাকা। সংরক্ষণের আওতায় না থাকা সাধারণ পরিবারকেও মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। তফশিলি পরিবারকে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

৩. আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে মেয়েদের জন্য। আরও বেশ কিছু জনগোষ্ঠীকে নিয়ে আসা হবে ওবিসি তালিকায়।

৪. কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে। ১কাঠা জমি থাকলেই সেই কৃষককে বছরে ১০ হাজার টাকা সাহায্যের প্রতিশ্রুতি।

আরও পড়ুনঃ ‘টিকাকরণের প্রতিশ্রুতি রাখেনি বিজেপি’, অভিযোগ মমতার

৫. ১০ লক্ষ নতুন এমএসএমই গঠন করা হবে।

৬. আনা হবে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড ‘। শিক্ষার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে। কোনও জামিন লাগবে না। ১০ লক্ষ টাকা ক্রেডিট লিমিট, ৪ শতাংশ সুদে ওই ঋণ দেওয়া হবে।

৭. বাংলা আবাস যোজনায় আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি করা হবে। পাহাড়ে গঠন করা হবে বিশেষ উন্নয়ন বোর্ড।

৮. তৃণমূল যখন ক্ষমতায় আসে, তখন আমাদের রাজস্ব ছিল ২৫,০০০ কোটি টাকা। এখন সেটা বেড়ে ৭৫,০০০ কোটি টাকারও বেশি হয়েছে।

৯. ‘দুয়ারে সরকার’ প্রতিবছর ৪ মাস করে হবে।

১০. ‘দুয়ারে রেশন’ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here