মনিরুল হক, কোচবিহারঃ
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের নামকরণ মহারাজার নামে রাখা হোক। কারণ অনেকদিন ধরে কোচবিহারের অনেকে এটি চাইছিলেন। তার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাই এটি করে দেওয়া হল। মেডিকেল কলেজের নতুন নামকরণ করা হয় ‘এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল।’ এই ঘোষণা হওয়ার পর কোচবিহার জেলার মানুষ খুবই খুশি।
আরও পড়ুনঃ নির্ভয়ার স্মৃতি উসকে দিল যোগীর রাজ্য, প্রতিবাদে কালাদিবস পালন পশ্চিম মেদিনীপুরে
জানা গেছে, রাজ আমলের এই হাসপাতালটি জেলা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হত। সেই সময় এর নাম ছিল এমজেএন হাসপাতাল। সম্প্রতি সরকারি এক নির্দেশিকায় কোচবিহার এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হয়েছে৷
আরও পড়ুনঃ কোচবিহার মদনমোহন মন্দিরের রাজপুরোহিতের হাতে পুরোহিত ভাতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী
এবং এই নতুন মেডিকেল কলেজের নাম রাখা হয়েছে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়৷ অনেকেই এই সিদ্ধান্তের আপত্তি জানায়। তারা দাবি করেন হাসপাতাল থেকে মহারাজা জিতেন্দ্র নারায়ণের নাম সরানো যাবে না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,জেলা প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয় মেডিকেল কলেজের নামকরণে মহারাজার নাম রাখার জন্য। এরপর দীর্ঘ টালবাহানার পর মেডিকেল কলেজের নতুন নামকরণ করা হয় ‘এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584