নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শিলিগুড়িতে শুক্রবার সিএএ-এনআরসি বিরোধী জনসমাবেশে মোদিকে ফের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? — জিজ্ঞেস করেন মমতা। সাম্প্রতিককালে সিএএ, এনআরসি বিরুদ্ধে দেশ জুড়ে যারাই সোচ্চার হয়েছেন, তাদেরকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানি বলে অথবা পাকিস্তানের ‘ঘুষপেটিয়া’ বলে একঘর করেছেন। জনসাধারণ থেকে রাজনৈতিক মহলের অনেকেই প্রধানমন্ত্রীর এই ঠুনকো বিচারে বীতশ্রদ্ধ হয়েছেন।
আরও পড়ুনঃ শনিবার পর্যন্ত মেঘলা আকাশ, কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা
এ দিন তিনি অগণিত জনসাধারণের সামনে শূণ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই, আপনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানের কথা বলছেন, আপনার লজ্জা করে না। আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত?’’
তবে এখানেই থেমে যাননি মমতা। মোদিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হয়ে শুধু পাকিস্তানের কথা বলছেন।
আরও পড়ুনঃ ১২ দফা দাবির ভিত্তিতে ১২ ঘণ্টার ভারত বনধ সিপিএমের
কেন পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের তুলনা করা হচ্ছে? কথায় কথায় প্রধানমন্ত্রী বলছেন, পাকিস্তানে গিয়ে চর্চা করুন। এটা আমাদের দেশ, আমরা এ দেশ নিয়েই কথা বলব।
আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না। খাবার, চাকরি চাইলে পাকিস্তানের কথা বলা হচ্ছে।আমরা পাকিস্তান চাই না। আমরা ঐক্যবদ্ধ হিন্দুস্তান চাই। আপনি তো বাংলাদেশ, নেপাল, ভূটানের কথা বলেন না। খালি পাকিস্তান পাকিস্তান করছেন। আমরা পাকিস্তানের কথা শুনতে চাই না’’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584