মোহনা বিশ্বাস, কলকাতাঃ
আজ বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীনভাবে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেইসময় বিধানসভায় উপস্থিত ছিলেন সেখানে ছিলেন সুব্রত বক্সি, মুকুল রায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরোধী বিধায়করা।
বৃহস্পতিবার প্রথা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রচলিত রীতি অনুযায়ী, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের রাজভবনে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব রাজ্যপালের। আর বিধায়কদের বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর কথা বিধানসভার অধ্যক্ষের। কিন্তু এবার সেই প্রথা ভাঙলেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশে গান গাইলেন মমতা, প্রকাশ হল গানের অ্যালবামও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এলে তিনি নিজেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সম্প্রতি চিঠি দিয়ে বিধানসভার সচিবালয়কে একথা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেইমতোই বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে নিজেই শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। এরপর বাকি দুই বিধায়ক অর্থাৎ সামশেরগঞ্জের আমিরুল ইসলাম ও জঙ্গিপুরের জাকির হোসেনকেও বিধায়ক পদে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584