গণতন্ত্রকে গুঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর চাপা দেওয়ার মারাত্মক প্রবণতা চলছে, টুইট মুখ্যমন্ত্রীর

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

একুশের নির্বাচনের আগে রাজনৈতিক আক্রমণে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি পরপর দুটো টুইট করেছেন। টুইটের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানুষের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার গুঁড়িয়ে দেওয়ার ও কণ্ঠস্বর দমিয়ে রাখার ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে।

Mamata Banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

১৯৪৮ সালে আজকের দিনেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করে গোটা বিশ্বের মানুষ।

সেই উপলক্ষ্যে ট্যুইট করে নাম না করলেও কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী লেখেন, ”আজ মানবাধিকার দিবস। আজকাল গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া, মৌলিক অধিকারগুলিকে খর্ব করা ও মানুষের কণ্ঠস্বরকে চাপা দেওয়ার এক মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে। আমাদের সরকার মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ।”

আরও পড়ুনঃ ‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান’, বিজেপির টুইটে টিপ্পনি তৃণমূলের

মানবাধিকার দিবসে মমতা ট্যুইটে আরও লিখেছেন, “গত সাড়ে ৯ বছরে ১৯টি মানবাধিকার আদালত গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমার লাগাতার প্রতিবাদ, আন্দোলনের জেরে ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল। সবাইকে আমার শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুনঃ শিরাকোলে নাড্ডার কনভয়ে হানা, চাঞ্চল্য

সাম্প্রতিককালে একাধিকবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে অভিযোগ করেছেন, তারা দেশের ফেডেরাল কাঠামো লঙ্ঘন করছে, বিরোধী দল পরিচালিত রাজ্য সরকার ও নেতাদের আতঙ্কে রাখতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিচ্ছে, মিডিয়ার কণ্ঠরোধ করছে, যে কোনও সরকার বিরোধী প্রতিবাদকে বলপ্রয়োগ করে দমিয়ে রাখছে।

যদিও পাল্টা বিজেপি দাবি করে মমতা সরকারের আমলে রাজ্যে তাদের শতাধিক কর্মী খুন হয়েছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রায় ১৫০০ দলীয় কর্মী, সমর্থককে জেলে পুরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে। এর মধ্যে বিশ্ব মানবাধিকার দিবসে গণতান্ত্রিক পরিকাঠামো কে উল্লেখ করে মমতার টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here