শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বহুদিন জবাব না দিলেও অবশেষে রাজ্যপালের ট্যুইটের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়ে করোনা আবহে পরীক্ষা নিয়ে ভার্চুয়াল কনফারেন্সের ডাক দিলেও তাতে যোগ দেননি উপাচার্যরা।
এই পরিস্থিতিতে রাজ্যপাল ট্যুইট করেন, ”শিক্ষা ক্ষেত্রকে রাজনীতি মুক্ত করুন। রাজনৈতিক খাঁচায়’ শিক্ষা বন্দি হলে ধ্বংসাত্মক এবং আত্মঘাতী হয়ে উঠতে পারে। উপাচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিতে বলুন। না হলে সারা দেশের কাছে ভুল বার্তা যাবে।’
আরও পড়ুনঃ সংঘাতের জেরে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিলেন না উপাচার্যরা
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে স্পষ্ট জানিয়ে দেন, উপাচার্যরা এবং বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীন ভাবে কাজ করে। শিক্ষা দফতরের তত্ত্ববধানে গোটা পরিকাঠামো পরিচালিত হয়। উচ্চ শিক্ষা দফতর এবং সচিবের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করুন।’ রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত যে তিক্ত চেহারা নিল, তা বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584