সিলেবাস নিয়ে ক্ষুব্ধ, টুইট করে মমতার প্রতিবাদ

0
51

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সিবিএসই একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, ও দেশভাগের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়ায় প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের ট্যুইটার অ্যাকাউন্টে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মমতা।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, ‘আমি অত্যন্ত শোকাহত। যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের চাপ কমানোর নামে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধর্মনিরপেক্ষতা ও দেশভাগের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোকে পাঠক্রমের বাইরে করেছেন। তা সঠিক নয়। দেশজুড়ে করোনার সংক্রমণ যখন মাথাচাড়া দিয়ে উঠছে, সে সময় এই জরুরী পাঠগুলি সিদ্ধান্ত ঠিক নয়। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।

একইসঙ্গে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন করছি, কোনওভাবেই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের পাঠ থেকে ছাত্র-ছাত্রীদের বিরত করবেন না। না হলে ছাত্রছাত্রীরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হবে। উল্লেখ্য মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই বোর্ড একাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে পুরোপুরি বাদ দেয় এই অধ্যায়গুলি। তারপরেই এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুললেন মমতা।

আরও পড়ুনঃ সিবিএসই-র সিলেবাস থেকে বাদ গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্ব, ধর্ম নিরপেক্ষতার অধ্যায়

দেশ জুড়ে বেড়ে চলা করোনার এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা একেবারে বেসামাল। স্থগিত হয়ে গেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ও স্কুলের পঠন পাঠন ব্যবস্থা। এমনকি পরীক্ষা নেওয়ার ও সুযোগ-সুবিধা মিলছে না। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই ৩০ শতাংশ পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই সিদ্ধান্ত মেনেই সিবিএসই বোর্ড রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে এই চার অধ্যায়কে বাদ দেয়।

আরও পড়ুনঃ প্রাথমিক ৭ দিনের জন্য লকডাউনের পর পরিস্থিতি দেখে সিদ্ধান্তঃ মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর পাঠ্যক্রম সংশোধন করে তার ৩০% কমানো হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

এ দিন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল নিশঙ্ক টুইট করে বলেন, ‘শিক্ষা অর্জনের গুরুত্ব বিবেচনা করে মূল বিষয়গুলি রেখে সিলেবাস ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সিবিএসই-র সিলেবাস সংশোধন ও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোর্সের বোঝা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।’ কিন্তু সিলেবাস সংশোধন করতে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ চলে গেছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here