সোনিয়ার ডাকে ভার্চুয়াল বৈঠকে থাকছেন মমতা

0
51

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি এবং লকডাউনের প্রভাব নিয়ে আলোচনার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন। কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ও শ্রম আইন পরিবর্তনের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সমমনস্ক দলগুলোর সঙ্গে একটি বৈঠক ডেকেছে।

Sonia and Mamata | newsfront.co
ফাইল চিত্র। ছবিঃ স্ক্রোল ডট ইন

বর্তমান করোনা পরিস্থিতি এবং লকডাউন প্রভাব সম্পর্কে আলোচনা করতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলগুলির একটি সভা হবে। সেই বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ ‘আমফান’ মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি প্রশংসায় পঞ্চমুখ ধনখড়

মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, “শুক্রবার কিছু বিরোধী রাজনৈতিক দলের নেতারা করোনা নিয়ে আলোচনা করবেন। সেই কারণে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। আমি থাকবো সেই বৈঠকে। শরদজি, সোনিয়াজি, সীতারাম ইয়েচুরি, স্ট্যালিনের মতো নেতারা থাকবেন। ভালই এটা। সরকারের সঙ্গে তো সর্বদা আমরা আলোচনা করি। এবার না হয় বিরোধীরা করবে। কীভাবে ভাল করে কাজ করা যায়, কী সমস্যা রয়েছে, সে নিয়ে আলোচনা হবে। নিজেদের মধ্যে আলোচনা হবে। শুক্রবার দুপুর ৩টেয় হবে ভিডিও কনফারেন্স”।

করোনা আবহে এইভাবে একত্রিত হয়ে কাজ করায় খুশি রাজনৈতিক মহলের একাংশ। দেশের কঠিন পরিস্থিতিতে একসঙ্গেই লড়তে হবে সকলকে। দলাদলি করার সময় এটা নয়। ঠিক সেই কারণেই করোনা মোকাবিলায় এক হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here