নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
নয়া কৃষি আইন বাতিল করা না হলে বাংলা সহ গোটা দেশে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। আজ, বৃহস্পতিবার টুইট করে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি কৃষি আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন। কেন্দ্রীয় সরকার এখনই নয়া কৃষি আইন প্রত্যাহার করুক। অন্যথায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা আন্দোলনে নামব।”
The GOI is selling everything. You cannot sell Railways, Air India, Coal, BSNL, BHEL, banks, defence, etc. Withdraw ill-conceived disinvestment & privatization policy. We must not allow treasures of our nation to be transformed into BJP party’s personal assets.
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2020
আরও পড়ুনঃ কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র, পদ্মবিভূষণ ফিরিয়ে প্রতিবাদ বাদলের
তিনি জানিয়েছেন, এ বিষয়ে আগামীকাল, শুক্রবার ৪ ডিসেম্বর একটি দলীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে অত্যাবশ্যকীয় পন্য আইনে সংশোধনের ফলে কীভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব পড়েছে তা নিয়ে আলোচনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584