ভাঙড় বইমেলা‌‌র উদ্বোধনে কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

0
95

ফারুক আহমেদ, ভাঙড়: আজ ২৫ ফেব্রুয়ারি, রবিবার ভাঙড় বইমেলর উদ্বোধন করলেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ও কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, কাইজার আহমেদ, জাহাঙ্গীর আলম, নান্নু হোসেন, ভাঙড় থানার ওসি অশোকতরু মুখোপাধ্যায়, বিডিও তথা বইমেলা কমিটির আহ্বায়ক সৌগত পাত্র সহ এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দ ও ব্যক্তিত্বরা।

বইমেলা কমিটির কার্যকারী সম্পাদক কৌসিক সরদার জানান, ভাঙড় মহাবিদ্যালয়ের মাঠে ২৫ ফেব্রুয়ারি শুরু হল ভাঙড় বইমেলা। বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চলবে এই‌ বইমেলা। এই ভাঙড় বইমেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে আলোচনাসভা। অংশ নেবেন কবি, সাহিত্যিক ও গবেষকবৃন্দ। বইপ্রেমীদের জন্য এই মহা আয়োজন করছেন বইমেলা কমিটি। বিশেষ বার্তা বহন করছে ভাঙড়ে বইমেলা। বইমেলা সফল করতে বহু প্রকাশক অংশ নিয়েছে এই ভাঙড় বইমেলাতে। এক অন্য ভাঙড়কে আবিষ্কার করছে বইমেলায় আগত বইপ্রেমীরা। বইমেলার উদ্যোগ নেওয়া কর্তারা আশা রাখছেন, ‌‌এই বছর প্রথম ভাঙড় বইমেলা সবার মনে দাগ কাটবেই।
ভাঙড় বইমেলার “স্মরণিকা” প্রকাশ করেন কথা-সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here