মালদা: একটি মার্বেল সেন্টারে গুদাম ঘরের চালা ভেঙ্গে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটেছে, ইংরেজ বাজার থানার লক্ষিপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিাাযোগ, শনিবার গভীর রাতে নৈশ প্রহরী শব্দ শুনতে পান কিন্তু কিছু বুঝে উঠতে পারেননি তিনি। রবিবার বেলা একটা নাগাদ গুদামঘর খুলতে গিয়ে কর্মচারীদের নজরে পরে চালের ভাঙ্গা অংশ।এরপর পুলিশকে খবর দেয় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। গত কয়েকদিন আগে ইংরেজ বাজার থানার শোভানগর এলাকায় এক প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে বোমা ফাটিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। আবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মার্বেল সেন্টারের মালিক আনারুল হক এবং হাসি হক জানিয়েছেন, গুদাম ঘরের চালার চাঙ্গর ভেঙ্গে দুস্কৃতিতা ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে কোনো কারনে তারা ভেতরে ঢুকতে পারেনি। গুদামে দুস্কৃতিরা প্রবেশ করলে হয়তো কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিত তারা। ঘটনার খবর পেয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহাও ঘটনাস্থলে পৌছান। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584