শীঘ্রই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

0
70

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর আগে তিনি এই ধরনের বৈঠক করছেন।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

এবছর চলতি মাসের ২৫ তারিখ শুক্রবার এই বৈঠকটি হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি উত্তরবঙ্গ সফর বাতিল করেন। তাই বৈঠকটি একদিন এগিয়ে আনলেন। ওই বৈঠকে কলকাতা এবং আশেপাশের বড় পুজো কমিটির কর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ করোনার ধাক্কায় আপাতত বন্ধ হাতি সাফারি

বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে কী করে পুজো করা যায়, তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। মহামারীর মধ্যেও করোনা প্রোটোকল মেনে বাংলায় দুর্গাপুজো হোক। এমনটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সল্টলেকে অতিথিশালার ঘটনার প্রতিবাদে সরব কৌশিক, জয়

অন্যদিকে, আগামী বৃহস্পতিবারই বিকেল ৩ টের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে করোনার জন্য যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন বা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা ওই বৈঠকে আসবেন না।

উল্লেখ্য, মন্ত্রীদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসুরা দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here