আগামীকাল পথে নেমে হাথরাস ইস্যুতে প্রতিবাদ মমতার

0
96

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

হাথরাসকাণ্ডে পথে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। আজ, বৃহস্পতিবার হাথরাসের পথে হেঁটেছেন তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল। কিন্তু প্রত্যেককেই বিশাল পুলিশ বাহিনী দ্বারা আটকে দেওয়া হয়েছে। এবার হাথরাস ইস্যুতে পথে নেমে প্রতিবাদ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

আগামীকাল, শনিবার কলকাতার বিড়লা প্লানেটোরিয়াম থেকে মিছিল শুরু হবে। শেষ হবে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দলের হাথরাসে নির্যাতিতার গ্রামে প্রবেশের আগে উত্তরপ্রদেশের পুলিশ তাঁদের বাধা দেয়। এমনকি রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ঠেলে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ হাথরাস যাওয়ার সময় তৃণমূল প্রতিনিধিদলের পথ আটকাল উত্তরপ্রদেশের পুলিশ

হাথরাসে ১৯ বছরের দলিত তরুণীর গণধর্ষণে মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ। এদিনই কলকাতায় মোমবাতি মিছিল করেছে তৃণমূলের মহিলা শাখা। মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মেয়ো রোডে এই মোমবাতি মিছিল করা হয়।

এছাড়াও তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন বিধানসভা এলাকায়, ব্লকে উত্তরপ্রদেশের এই নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করা হবে। মিছিল, প্রতিবাদ সভা করবে দল।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে বহরমপুর মহিলা কংগ্রেসের বিক্ষোভ

আগামিকাল থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে মিছিল-সভা। হবে কর্মী সম্মেলন। উত্তরপ্রদেশের বর্বর ঘটনার প্রতিবাদ জানাতে শেষমেশ করোনা পরিস্থিতিতে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার সময় প্রকাশ্যে কোনও সভা বা সমাবেশ করেননি তৃণমূল নেত্রী। একুশে জুলাইও ভার্চুয়াল সভা করেছেন।

প্রশাসনিক বৈঠক হলঘরে করেছেন। কিন্তু উত্তরপ্রদেশের ঘটনার পর আর চুপ করে বসে থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী। তাই এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাতে করোনা পরিস্থিতিতে এই প্রথম প্রকাশ্য কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here