মোহনা বিশ্বাস, কলকাতাঃ
হিন্দি দিবসে হিন্দি হরফেই দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ১৪ সেপ্টেম্বর দিনটি ‘হিন্দি দিবস’ হিসাবে পালিত হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই এইদিনটায় দেশবাসীকে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান। গত বছরও এইদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই শুভেচ্ছাবার্তা লেখা হয়েছিল ইংরেজি হরফে। এ বছর আর ইংরেজি হরফে নয়, হিন্দি হরফেই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর টুইট, “হিন্দি দিবস উপলক্ষে সকল দেশবাসী এবং হিন্দি ভাষার বিকাশে যে সমস্ত ভাষাবিদ নিরন্তর কাজ করে চলেছেন সেই সকল ভাষাবিদকে শুভেচ্ছা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হিন্দি দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।
हिन्दी दिवस के अवसर पर सभी देशवासियों एवं हिन्दी भाषा के विकास में अपना योगदान दे रहे सभी भाषाविदों को बहुत-बहुत शुभकामनाएं।
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2021
Warm wishes on #HindiDiwas.Bengal is a land of inclusivity and through our persistent efforts we have proudly inculcated Tagore’s values of ‘Unity in Diversity’.GoWB has taken various initiatives to strengthen Hindi Education, Culture and Welfare of the community in Bengal (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2020
প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী নিজে উপনির্বাচনে লড়ছেন। আর ভবানীপুরেই প্রচুর হিন্দিভাষীর বাস রয়েছে। হিন্দিভাষীদের ভোটকে টার্গেট করেই সম্ভবত প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। এদিক, মুখ্যমন্ত্রীও বাড়তি গুরুত্ব দিচ্ছেন হিন্দিভাষীদের। চলতি সপ্তাহেই দলের হিন্দিভাষী কর্মীদের সঙ্গে আলাদা করে বৈঠকেরও কর্মসূচি রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ
आप सभी को हिन्दी दिवस की ढेरों बधाई। हिन्दी को एक सक्षम और समर्थ भाषा बनाने में अलग-अलग क्षेत्रों के लोगों ने उल्लेखनीय भूमिका निभाई है। यह आप सबके प्रयासों का ही परिणाम है कि वैश्विक मंच पर हिन्दी लगातार अपनी मजबूत पहचान बना रही है।
— Narendra Modi (@narendramodi) September 14, 2021
মমতার বন্দ্যোপাধ্যায় ছাড়াও হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে তিনি লিখেছেন, “আপনাদের সকলকে হিন্দি দিবসের অনেক শুভেচ্ছা। হিন্দিকে সক্ষম এবং শক্তিশালী ভাষা হিসাবে তুলে ধরার জন্য আলাদা আলাদা এলাকার মানুষের উল্লেখযোগ্য ভূমিকা আছে। আপনাদের চেষ্টাতেই হিন্দি আজ বিশ্বের মঞ্চে আরও বেশি করে প্রতিষ্ঠা পাচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584