নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
১৯৫৪ সালের ‘ক্যাডার রুলস’ সংশোধনের প্রস্তাব এনেছে কেন্দ্র। এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি এই সংশোধন হলে তা হবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
বর্তমানে যে ‘ক্যাডার রুলস’ চালু রয়েছে তা অনুযায়ী কেন্দ্র–রাজ্য সহমতের ভিত্তিতে আইএএস ও আইপিএস অফিসারদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যকর হয়ে থাকে। আর কেন্দ্রের প্রস্তাবিত সংশোধন কার্যকর হলে আমলাদের রাজ্যে নিয়োগ, কোন পদের দায়িত্বে তিনি যাবেন, এমন সব বিষয় কেন্দ্রই ঠিক করে দেবে। সেখানে রাজ্যের মতামতের কোনও গুরুত্বই থাকবে না। গোটা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রের হাতে। রাজ্য প্রশাসনের অভিযোগ এর ফলে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুনঃ টিকাকরণ বাধ্যতামূলক… এমন কোন নির্দেশ জারি করেনি স্বাস্থ্যমন্ত্রক, শীর্ষ আদালতে হলফনামা কেন্দ্রের
আইন সংশোধনের যে প্রস্তাব কেন্দ্র এনেছে তাতে বলা হচ্ছে, আমলাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহমত না হয়, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় সরকারই । এতে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন যে, এমনিতেই দেশে আইএএস, আইপিএস অফিসার কম। এরপরে কেন্দ্র যখন খুশি নিজের মতো করে আধিকারিকদের কেন্দ্রীয় ডেপুটেশনে নিলে রাজ্যের উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হবে। একচ্ছত্র কেন্দ্রীয় আধিপত্যের এই সংশোধনের প্রস্তাব অবিলম্ব বাতিল করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584