গুজরাট বাংলা শাসন করবে না, বাংলায় সরকার ভাঙার চেষ্টা বরদাস্ত করব নাঃ মমতা

0
43

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

জনসমাবেশের মত ভার্চুয়াল সভাতেও তিনি যে সমান সাবলীল, মঙ্গলবার ফের তা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই বিরোধী দল বিজেপিকে রাজনৈতিক নিশানার বাণে বিঁধলেন তৃণমূলনেত্রী। এ দিনের সভা থেকে তিনি বলেন, ‘বিজেপি মনে করছে তারাই গোটা দেশ শাসন করবে। এক দেশ এক পার্টি। তাহলে আর নির্বাচন কমিশন থাকার প্রয়োজন কী! দেশে রাষ্ট্রপতি শাসন জারি করে দিক।’

Mamata Banerjee | newsfront.co
সংবাদ চিত্র

এরপরই স্পষ্ট ভাষায় রণহুঙ্কার দেওয়ার ভঙ্গিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বার্তা, ‘গুজরাট বাংলা শাসন করবে না, বাংলায় সরকার ভাঙার চেষ্টা বরদাস্ত করব না।’ তিনি রাজস্থানের প্রসঙ্গ টেনে বলেন, ‘ টাকা ছড়িয়ে বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার খেলায় মেতেছে ওরা। এই টাকা সাধারণ মানুষের হকের টাকা। মধ্যপ্রদেশে নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হয়েছে, কর্ণাটকে হয়েছে, রাজস্থানে এখন সেই চেষ্টা চলছে।’

বিজেপির নাম না করেও মমতা বলেন, মনে রাখবেন গুজরাট বাংলা শাসন করবে না। বাংলায় সরকার ভাঙার চেষ্টা বরদাস্ত করবে না রাজ্যের মানুষ। বহিরাগতরা বাংলা শাসন করবে না। বাংলার মানুষই বাংলা শাসন করবে।’

আরও পড়ুনঃ হাসপাতালে চিকিৎসাধীন সোমেন মিত্র

তৃণমূল নেত্রীর কথায়, মাত্র আট বছর সময়ে কত কি করার চেষ্টা করেছি! রাজ্যকে ঘিরে কত স্বপ্ন দেখেছি, সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি। আর একটা দল গত নির্বাচনে কয়েকটা আসন পেয়ে বিশাল লম্পঝম্প শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নির্বাচিত সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। সব গণতান্ত্রিক মাধ্যমকে শেষ করে দিচ্ছে। দেশে কোভিড চলছে আর একের পর এক কালা কানুন আনা হচ্ছে।’

আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে আজীবন ফ্রি রেশন, ২১-র সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মনে রাখবেন আমি গুলি-বন্দুককে ভয় পাই না। অনেক মার খেয়ে এই জায়গায় এসেছি। সিপিএমের আমলে শারীরিক নিগ্রহের অনেক বার শিকার হয়েছি। আর এই সরকারের তরফে জুটছে লাঞ্ছনা, গঞ্জনা। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর! তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলব ২০২১ সালে ওদের জামানত জব্দ করে বিজেপিকে বাংলাছাড়া করুন। একুশে বাংলাকে অপমানের সমস্ত বদলা নেব।’

তারপর তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘এরা সারাক্ষণ শুধু সর্বনাশের কথা বলে। রাজ্যে গুন্ডামি, দাঙ্গা, আগুন জ্বালানোর কথা বলে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না।এনআরসি-এনপিআর-সিএএনিয়ে কি দাঙ্গা করছিল ভুলে গেছেন? রাজ্যে ১৮টা সিট জিতে মনে করছে গোটা বিশ্ব জয় করে ফেলেছে। ওই আসনগুলোতে মানুষের জন্য কী করেছে? ২১ শের বিধানসভা নির্বাচনে এদের জামানত জব্দ করে উচিত শিক্ষা দিন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here