মাদ্রাসা শিক্ষাকে দূর্নীতিমূক্ত করতে এবার ফোরামের রাজ‍্যব‍্যাপি গণজাগরণ ট‍্যাবলো

0
61

আনিসুর রহমান, কোলকাতা:-

ঐতিহ্যবাহি প্রাচীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে ,মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল স্বচ্ছভাবে উন্নত মেধাসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ। তাতে শিক্ষকের অভাবে ধুকতে থাকা রাজ‍্যের মৃতপ্রায় মাদ্রাসাগুলোতে পুনরায় প্রাণের সঞ্চার হয় ও পাঠরত শিক্ষার্থীরা​ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্কুলের শিক্ষার্থীদেরও বেশ কড়া প্রতিযোগিতার সম্মুখে ফেলে দেয় এবং সর্বোপরি প্রান্তিক শ্রেণীর শিক্ষা ব‍্যবস্থা হিসেবে পরিচিত মাদ্রাসা শিক্ষা ব‍্যবস্থার সার্বিক উন্নতি ঘটে।

অভিযোগ, এই প্রক্রিয়া যখন তার উদ্দেশ্য পূরণে সফলতার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অবস্থিত রহমানিয়া, গিমাগেরিয়া ও মাজনার মতো কয়েকটি মাদ্রাসার ম‍্যানেজিং কমিটি লক্ষ লক্ষ টাকা অসৎ উপায়ে উপার্জনের আশায় আইনের ভুল ব্যাখ্যা করে কৃত্রিম জট সৃষ্টি করে।
এই সমস্ত মাদ্রাসার ম‍্যানেজিং কমিটি নাকি আর্থিক দুর্নীতি ও বিশাল অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে  ব‍্যকডেটেে শিক্ষক নিয়োগ করেছে। বেআইনিভাবে নিয়োগ করেছে দশ শতাংশ ম্যানেজমেন্ট কোটায়।যদিও সেই নিয়োগের বেশিরভাগই সরকারি হস্তক্ষেপে বাতিল হয়েছে।
অভিযোগ, স্বেচ্ছাচারী নীতি প্রণয়ন করে ওই তিন মাদ্রাসার প্রভাবে রাজ‍্যে প্রায়১৩৫ টি মাদ্রাসার মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটি নানা অজুহাতে এবং আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ম‍্যানেজিং কমিটির নির্বাচন করছেনা। এই সমস্ত একের পর এক দুর্নীতি মাদ্রাসা শিক্ষাকে ক্রমশ বিকলাঙ্গ করে দিচ্ছে।এম এস সি ষষ্ঠ SLST উত্তীর্ণ, বদলির আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সহ ডাই ইন হারনেসের প্রার্থীরা দীর্ঘ মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। চূড়ান্ত তালিকা ভুক্ত 24 জন ভাগ্যের পরিহাসে বেকারত্বের জ্বালা বয়ে বেড়াচ্ছেন। মাদ্রাসা গুলো শিক্ষকের অভাবে রুগ্ন ও বেহাল।
সব থেকে ভুক্তভোগী হচ্ছে অসংখ্য ছাত্র ছাত্রীরা যাদের উজ্জ্বল ভবিষ্যত এখন প্রশ্ন চিহ্নের মুখে। অভিভাবকরাও তাদের সন্তানদের পঠনপাঠন নিয়ে চিন্তিত।

তাই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম  আগামী ৪ঠা জানুয়ারী কলকাতার রাণী রাসমণি রোডে এবার গণ আন্দোলনের ডাক দিয়েছে ।ফোরামের সংগে আওয়াজ তুলছেন অগণিত শিক্ষক, হবু শিক্ষক শিক্ষিকা, ভুক্তভোগী এবং তাদের পরিবার বর্গ।  তাঁদের কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টায় তালতলা মুসলিম ইনস্টিটিউটের সন্নিকট হতে জমায়েত মিছিল আকারে পৌঁছবে রানি রাসমণি রোডে । তাঁরা বিভিন্ন ধরনের দাবী দাওয়া- উল্লেখ্য আপ টু ডেট ভ‍্যাকান্সিতে নিয়োগ,দ্রুত নিয়োগ নিষ্পত্তি, বদলি চালু ও বিশেষ ভাবে কমিশন রক্ষা ইত্যাদি দাবিতে স্মারকলিপি পেশ করবে মাদ্রাসা পর্ষদ ও ডিএমই দপ্তরে।

এবার সেই মহা আন্দোলনকে সফল করতে তাঁরা সারা রাজ্য জুড়ে ট্যাবেলো পরিক্রমা করবে।
সূত্র অনুযায়ী, ৪ঠা জানুয়ারী কলকাতা আন্দোলনের জন্য গত ১৮ ই ডিসেম্বর জেলায় জেলায় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আন্দোলনের রূপরেখাকে গুরুত্ব দিয়ে তাঁরা সারা রাজ্য ব্যাপী পোস্টারের মাধ্যমে প্রচারের কর্মসূচিও গ্রহণ করেছে । সমস্ত স্তরের মানুষকে অবগত করার জন্যই এবার ফোরামের রাজ্য ব্যাপী ট্যাবেলোর মাধ্যমে প্রচার প্রক্রিয়া।

ফোরামের  সভাপতি ইসরারুল হক জানান -“রাজ‍্যের মাদ্রাসাগুলো কিভাবে সংক্রামিত দুর্নীতিতে ভরপুর তা সাধারণ জনমানসের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।কোমায় আচ্ছন্ন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে রক্ষার্থে ৩১শে ডিসেম্বর ট্যাবেলোর উদ্বোধন হবে উত্তরবঙ্গ থেকে। ”

ফোরাম সূত্রে জানা গেছে তথ্য সম্বলিত ও সুসজ্জিত ট্যাবেলোগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করবে যাতে সাধারণ মানুষ মাদ্রাসা বিষয়ক দুর্নীতি সম্পর্কে ওয়াকিবহাল হয় ও বেআইনি মাদ্রাসা কমিটি গুলোর বিরুদ্ধে সোচ্চার হয়। সবশেষে ট্যাবেলোগুলি ৪ ঠা জুলাই কলকাতার রাজপথে মহা গণআন্দোলনে যোগ দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here