আজ নন্দীগ্রামে মমতার সভা, তাকিয়ে সারা বাংলা

0
77

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐতিহাসিক জনসভা। সেই জনসভায় উপস্থিত থাকবে কয়েক লক্ষ তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার শীর্ষ নেতৃত্ব-সহ একাধিক নেতৃত্ব সহ কর্মীরা উপস্থিত থাকবে। আগের মত নন্দীগ্রামের জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে না শুভেন্দু অধিকারীকে।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

সূত্রের খবর শুধু শুভেন্দু অধিকারী নয়, অধিকারী পরিবারের কাউকেই মঞ্চে দেখা যাবে না। পূর্ব মেদিনীপুর জেলার শীর্ষ নেতৃত্ব ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ যেসব নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকবেন তাদের কারেন্ট কোভিড রিপোর্ট সাথে করে নিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ বিধায়ক উদয়ন গুহের ফেসবুক পোস্ট ঘিরে ফের তোলপাড় কোচবিহারের রাজনীতি

তাই আজ সকালে নন্দীগ্রামের তেখালিতে সভার উদ্দেশ্যে যাওয়ার সময় পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন কোভিডের র‍্যাপিড টেস্ট করানোর জন্য। কিছুক্ষণ‌ অপেক্ষার পরে রিপোর্টে নেগেটিভ আসলে তিনি সেই রিপোর্ট নিয়ে তেখালির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here