নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা পরিস্থিতিতে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল, জানিয়েছেন জঙ্গিপুরের তৃনমূলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান। তিনি জানান মমতা সভা করলে লোক সমাগম সীমিত রাখা যাবে না। তাই ভিড় এড়াতে বাতিল করা হয়েছে সভা। তবে আগামী ২০ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের কথা রয়েছে।
উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু হয়ে গিয়েছে তৃনমূলের। সকলের নজর ভবানীপুরে থাকলেও জঙ্গিপুর ও সামশেরগঞ্জকেও খাটো করে দেখছে না রাজ্য তৃণমূল নেতৃত্ব। তাই তৃণমূলের প্রথম সারির বেশ কিছু নেতা এই দুই কেন্দ্রে প্রচারে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওই কেন্দ্রদ্বয়ে প্রচারে যাওয়ার পরিকল্পনা ছিল।
আরও পড়ুনঃ ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, উত্তরসূরি বাছতে বিজেপির বৈঠক রবিবার
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় ভোট গ্রহণের কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে জঙ্গিপুরে সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী এবং সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে নির্বাচন। তাই আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের সঙ্গেই এই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেন এবং সামশেরগঞ্জের প্রার্থী আমিরুল ইসলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584