কৃষক আন্দোলনের সমর্থনে মুখ্যমন্ত্রীর ভিডিও বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন পশ্চিম মেদিনীপুরে

0
54

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

officers | newsfront.co
ভিডিও প্রকাশ। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে হ‍ওয়া আন্দোলনের সমর্থনে আন্দোলন‍রত কৃষক‍দের পাশে থাকার বার্তা দিতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দাবী, এই ভিডিও বার্তা একদিকে যেমন দিল্লিতে সংগঠিত হ‍ওয়া কৃষক বিদ্রোহ‍কে পূর্ণাঙ্গ ভাবে সমর্থন করছে অন্য দিকে ঠিক তেমনি ভাবেই গত ২৬ জানুয়ারি দিল্লীর লাল কেল্লার সামনে হ‍ওয়া ঘটনার সত্যতাও তুলে ধরতে সক্ষম হয়েছে।

আর এই ভিডিও বার্তাটি রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশীষ চৌধুরী।

আরও পড়ুনঃ যোগী সরকারের নতুন তালিকায় দাগী অপরাধী কাফিল খান!

রবিবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে‍র মাধ্যমে জেলার জনগণের জন্য এই ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। তৃনমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির মুখপাত্র দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, “গনতন্ত্রে আলোচনা‍র গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুনঃ লালকেল্লা ঘটনায় চিহ্নিত পাঞ্জাবের পাঁচ দাগী অপরাধী, দাবি পুলিশের

আন্দোলন‍রত কৃষক‍দের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা‍র সমাধান করা হোক। অন‍্যথায় কৃষক‍দের ন‍্যায় সংগত দাবি কৃষি বিল প্রত‍্যাহার করা হোক, আমরা এটা পূর্ণসমর্থন করছি। এই সত্য প্রগতির মাধ্যমে প্রকাশিত করার লক্ষ‌্যেই আমাদের এই সাংবাদিক সম্মেলন।” বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here